দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ সেপ্টেম্বর) মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে মাত্র ২৮ টি কোম্পানির শেয়ারদর। যা লেনদেন হওয়া মোট কোম্পানির মাত্র ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।
অপরদিকে দাম কমেছে ৩৫৫ টি কোম্পানির বা ৮৯ দশমিক ৪২ শতাংশ এবং অপরিবর্তীত রয়েছে মাত্র ১৪ কোম্পানি বা ৩ দশমিক ৫২ শতাংশ কোম্পানির শেয়ার বা ইউনিট দর।
ডিএসইর তথ্য বিশ্লেষণ করে এ তথ্য দেখা গেছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধিতে ২৮ কোম্পানির ৩৪১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যা লেনদেন হওয়া মোট ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার ৪২ দশমিক ৮৫ শতাংশ। অর্থাৎ লেনদেন হওয়া মোট ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিটের বড় অংশই লেনদেন হয়েছে দর বৃদ্ধির মাত্র ২৮ কোম্পানিকে ঘিরে।
অপরদিকে, দরপতনে ৩৫৫ টি কোম্পানির ৪৫০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে যা লেনদেন হওয়া মোট ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার ৫৬ দশমিক ৫৫ শতাংশ। এদেকি অপরিবর্তীত্ব থাকা ১৪ টি কোম্পানির লেনদেন হয়েছে ৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার বা ইউনিট। যা মোট লেনদেনের মাত্র শূন্য দশমিক ৫৯ শতাংশ।
চলতি কার্যদিবসে লেনদেনের শীর্ষে জায়গা করে নেওয়া ব্রাক ব্যাংক পিএলসির ১১৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা এককভাবে মোট লেনদেনের ১৪ দশমিক ২৮ শতাংশ। দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে ফু ওয়াং ফুড লিমিটেডের ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। এতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
চলতি সপ্তাহে টানা দ্বিতীয় কার্যদিবসের মতো ৭০০ কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে। যা সেপ্টেম্বর মাসে মাত্র ৪ কার্যদিবস। আর মোট ২৫ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ৫৫৯ টি শেয়ার বা ইউনিট হাত বদলের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.