ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর এক শীর্ষ পর্যায়ের কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কোবাইসি এবং এক সদস্য হোসেইন হানি ইজাদ্দিন নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার ইসরাইলের বিমান হামলাকে “একটি বিশ্বাসঘাতক ইসরাইলি হত্যা মিশন” বলে নিন্দা করেছে হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী- যে হামলায় হিজবুল্লাহর এই কমান্ডার নিহত হয়েছেন সেখানে আরো ৬ ব্যক্তি নিহত এবং ১৫ জন আহত হন।

হিজবুল্লাহ জানিয়েছে, ৬২ বছর বয়সী কোবাইসি ১৯৮২ সাল থেকে সংগঠনের যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কোবাইসি তার কর্মদক্ষতা ও তৎপরতা দিয়ে শীর্ষ পর্যায়ের কমান্ডারের পদে আসীন হন।

২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি হিজবুল্লাহ বদর সামরিক ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, হিজবুল্লাহ যে সমস্ত রকেট তৈরি করেছে তার অনেকগুলোতে তিনি নেতৃত্ব দিয়েছেন। ইসরাইলের বিরুদ্ধে বহু সংখ্যক অভিযানের পরিকল্পনা ও তত্ত্বাবধানও করেছেন ইব্রাহিম মোহাম্মদ কোবাইসি। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.