সাবেক শিল্পমন্ত্রী কারাগারে

নরসিংদীর মাধবদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরের দিকে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন। এ মামলায় আদালতে আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে বাদীপক্ষ। আদালত আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠান।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা হয়। সেই হামলায় মাধবদীর শ্রমিকনেতা জাহাঙ্গীর হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই আমির হোসেন বাদী হয়ে ৯ আগস্ট মাধবদী থানায় মামলা করেন৷ তারই পরিপ্রেক্ষিতে হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মন্ত্রী নূরুল মজিদকে গ্রেফতার করা হয়৷

আসামিপক্ষের আইনজীবী খন্দকার হালিম বলেন, ‘আসামির বয়স ৭৮ এবং তিনি ঘটনাস্থলে ছিলেন না। তা ছাড়া তিনি অসুস্থ। এসব বিবেচনায় বাদীপক্ষের করা পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেননি আদালত।’

বাদীপক্ষের আইনজীবী আবদুল কাদির টিটু বলেন, ‘আমরা এই আদেশে অসন্তুষ্ট। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে রিভিশন করবো।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.