লেবাননে বর্বরতা চালিয়ে নিজেকে ‘অজেয়’ প্রমাণ করতে চায় ইসরাইল

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধে ইসরাইল পরাজিত হয়েছে। কাজেই এখন লেবাননে বর্বরতা চালিয়ে তেল আবিব নিজের ‘অপরাজেয় থাকার পৌরাণিক কাহিনী’ পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। গাজায় হামাসবিরোধী লড়াইয়ে ইসরাইলি ব্যর্থতা এবং লেবাননে যুদ্ধ ছড়িয়ে দেয়ার ইহুদিবাদী প্রচেষ্টা সম্পর্কে কথা বলতে গিয়ে পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

জাতিসংঘে দেয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলসহ গোটা বিশ্বে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আগে উন্মাদ ইসরাইলকে লেবাননে তার বর্বরতা বন্ধ করতে বাধ্য করতে হবে। তিনি আরো বলেন, লেবাননের হাজার হাজার নিরপরাধ মানুষের রক্ত ঝরানোর জন্য ইসরাইলকে উপযুক্ত শাস্তি দিতে হবে। যেসব পশ্চিমা দেশ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে এবং এখনও নিজেদেরকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করছে সেসব দেশকে ইসরাইলি বর্বরতার দায় বহন করতে হবে।

জাতিংঘে দেয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নির্মম গণহত্যার শিকার হয়ে ৪১ হাজার নিরপরাধ মানুষের শাহাদাতের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববাসী গত এক বছর ধরে ইসরাইল সরকারের পাশবিক ও বর্বর চেহারা দেখেছে। ইহুদিবাদী সরকার কতো ভয়াবহ অপরাধ করতে পারে তা সবার সামনে প্রমাণিত হয়েছে।

লেবাননে সোমবার সকাল থেকে শুরু হওয়া ভয়াবহ ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৫৬৯ ব্যক্তি নিহত ও পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫০ শিশু ও ৯৫ জন নারী রয়েছেন। এর দু’দিন আগে লেবাননজুড়ে ওয়াকি-টকি ও পেজার বিস্ফোরণ ঘটিয়ে আরো ৩৯ ব্যক্তিকে হত্যা করেছিল তেল আবিব। ওই হামলায় তিন হাজারের বেশি মানুষ আহত হন। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.