পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন মহাপরিচালক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে নিয়োগ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৩০ সেপ্টেম্বর থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশটির বর্তা সংস্থা ডন এ তথ্য নিশ্চিত করছে।
দেশটির গুরুত্বপূর্ণ এ পদে ২০২১ সালের পর এই প্রথম পরিবর্তন এলো। ২০২১ সালের অক্টোবরে তৎকালীন মেজর জেনারেল আসিম মালিককে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়েছিল, সেই সঙ্গে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল নিযুক্ত করা হয়েছিল। তিনি যুক্তরাষ্ট্রের ফোর্ট লিয়াভেনওর্থ বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ থেকে স্নাতক। আইএসআইপ্রধানের দায়িত্ব দেশটির প্রধানমন্ত্রীকে প্রতিবেদন দেওয়া, তবে তিনি পাকিস্তানের সেনাপ্রধানের নিয়ন্ত্রণে থাকেন।
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আইএসআইর ভূমিকা নিয়ে ব্যাপক তদন্তের মুখে এ পরিবর্তন আনা হলো। দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনৈতিকভাবে সমর্থন করার অভিযোগে একজন সাবেক আইএসআই প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।
ইমরান অভিযোগ করেন, বর্তমান আইএসআই প্রধান নাভিদ আঞ্জুমের অধীন সংস্থাটিকে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। দেশটির কয়েকজন জ্যেষ্ঠ বিচারকের পক্ষ থেকেও এ নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার ঘটনা ঘটে, যা গণমাধ্যমে প্রকাশ পায়। এসব চিঠিতে অভিযোগ করা হয়, আইএসআইর গোয়েন্দারা বিচারকদের ওপর ইমরানের বিরুদ্ধে মামলার রায় দিতে চাপ দিচ্ছেন।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.