চকরিয়ার ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরায় অস্ত্র উদ্ধার অভিযান চালাতে গিয়ে ডাকাতের গুলিতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম তানজিম সারোয়ার। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত তানজিম সারোয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া।

তিনি বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে কক্সবাজার নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.