পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং চীনের বিখ্যাত শিল্প যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মুন ইনভায়রনমেন্ট টেকনোলজি কো: লি: এর মধ্যে মূলধনী যন্ত্রপাতি ক্রয়সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) লাভেলো আইসক্রিমের কর্পোরেট হেড অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে ইতিমধ্যে দ্বিতীয় ইউনিট স্থাপনের জন্যে ১৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ। এরই ধারাবাহিকতায় লাভেলো, চীনের বিখ্যাত প্রতিষ্ঠান মুন ইনভায়রনমেন্ট টেকনোলজি কো: লি: এর কাছ থেকে পূর্নাঙ্গ রিফ্রিজারেটিং সিস্টেম ক্রয় করতে যাচ্ছে।
তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: একরামুল হক। মুন ইনভায়রনমেন্ট টেকনোলজি কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন মিং গ্যাং ফু।
এ সময়ে উপস্থিত ছিলেন চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার কাওছার আহমেদ, চীফ ফাইনান্সসিয়াল অফিসার মোশতাক আহমদ, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মোঃ সাজ্জাদ হুসাইন, চীফ স্ট্রেটেজিক অফিসার মোহাম্মদ রাজীব হাসান ও কোম্পানি সচিব মো: মহিউদ্দিন সরদার।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.