২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬৬

দেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৬৬ জন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৩৩ জন আর হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯০০ জনে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত একদিনে মৃত ২ জনের একজন বরিশাল বিভাগের বাসিন্দা। আরেকজন ঢাকা বিভাগের। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩২৭ জন, ঢাকা বিভাগে ১৫৮ জন, চট্টগ্রামে ১২১ জন, বরিশালে ৫৫ জন, খুলনায় ৮৫ জন, ময়মনসিংহে ৩৬ জন রাজশাহী বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং সিলেট বিভাগে ১২ রোগী ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২৭৭২ জন রোগী।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.