প্রবাথের ঘূর্ণিতে শ্রীলঙ্কার জয়

গল টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কার জিততে দরকার ছিল দুই উইকেট। অপরদিকে নিউজিল্যান্ডের দরকার ছিল ৬৮ রান। শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় থাকা টেস্ট ম্যাচটি শেষ হয়ে গেছে মাত্র ১৬ মিনিটেই। সফরকারীদের বিপক্ষে ৬৩ রানে জিতেছে কিউইরা।

শেষ দিনে খেলা হয়েছে মোটে ৩.৪ ওভার। নিউজিল্যান্ডের দুইটি উইকেটই তুলে নেন প্রবাথ জয়সুরিয়া। চতুর্থ দিনে ৯১ রানে অপরাজিত ছিলেন রাচিন রবীন্দ্র। দারুণ ইনিংসে কিউইদের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। শেষদিনে সেঞ্চুরির সুযোগও ছিল তার। যদিও সেই ইনিংসে কেবল এক রান যোগ করতে পেরেছেন রাচিন। তাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন প্রবাথ। এরপর উইলিয়াম ও’রুর্ককে বোল্ড করেন তিনি।

প্রথম ইনিংসে চার উইকেট নেয়া প্রবাথ দ্বিতীয় ইনিংসেও নেন পাঁচ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। গলে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ সেপ্টেম্বর। সেটার ভেন্যুও গল।

ম্যাচটির প্রথম ইনিংসে কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ৩০৫ রান করে লঙ্কানরা। জবাবে প্রথম ইনিংসে ৩৪০ রান করে নিউজিল্যান্ড। টম লাথাম, কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেলের হাফ সেঞ্চুরিতে এই রান করে তারা। পরের ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ৩০৯ রানে। দিমুথ করুনারত্নে, দীনেশ চান্দিমাল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাফ সেঞ্চুরিতে এই রান করে তারা। ফলে সফরকারীদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনে আট উইকেটে ২০৫ রান নিয়ে খেলা শেষ করে দলটি। আজ তারা অলআউট হলো ২১১ রানে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.