পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আশ ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর হু হু করে বাড়ছে। গত ১০ কার্যদিবসে পাট খাতের এ কোম্পানিটির দর বেড়েছে ৮৯ টাকা ৩০ পয়সা বা ২৬ দশমিক ৭৬ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৯ সেপ্টেম্বর সোনালী আশের শেয়ার দর ছিলো ২৪৪ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আলোচ্য এ সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮৯ টাকা ৩০ পয়সা বা ২৬ দশমিক ৭৬ শতাংশ।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সোনালী আশের শেয়ার দর বেড়েছে ১২ টাকা ৮০ পয়সা বা ৩ দশমিক ৯৯ শতাংশ।
এদিকে পাট খাতের সোনালী আশের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৯ সেপ্টেম্বর ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়।
এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.