ইসরাইল কোনো সরকার কিংবা হুকুমাত নয় বরং একটি সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজিব তাইয়েব এরদোয়ান।
লেবাননে সাম্প্রতিক পেজার বিস্ফোরণের কথা উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর আগ্রাসন প্রমাণ করে তারা এ অঞ্চলে যুদ্ধের প্রসার ঘটাতে চায়। লেবানন জাতিকে হত্যা করার ক্ষেত্রে ইসরাইলের যোগাযোগ সরঞ্জামের ব্যবহার প্রমাণ করে এই সরকার একটি সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে।
গত মঙ্গল ও বুধবার লেবাননে পেজার এবং কিছু ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস বিস্ফোরণ ঘটে। ইসরাইলের প্রত্যক্ষ নির্দেশনায় সংঘটিত ওই সন্ত্রাসী অভিযানে কমপক্ষে ৩৭ জন লেবাননের নাগরিক নিহত হয়ে এবং ৩ হাজারেরও বেশি আহত হয়।
এরদোয়ান আরও বলেন, ইসরাইল ফিলিস্তিনিদেরকে বোমা, রকেট ইত্যাদির পাশাপাশি অনাহার ও ক্ষুধা তৃষ্ণা চাপিয়ে দিয়েও হত্যা করছে। এ অঞ্চল যাতে যুদ্ধের মহা বিপর্যয়ের দিকে ধাবিত না হয় সেজন্য ইসরাইলের ওপর সব রকমের চাপ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করতে হবে। তিনি আরো বলেন: গাজা উপত্যকার ব্যাপারে বিশ্বের দেশগুলো এবং জাতিসংঘের গুরুদায়িত্ব রয়েছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.