সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সী পার্ল

বিদায়ী সপ্তাহে (১৫ থেকে ১৯ সেপ্টেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধি হয়েছে ১৪২টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এতে দর বৃদ্ধির শীর্ষে উঠে দাঁড়িয়েছে সী পার্ল বিচ অ্যান্ড রিসোর্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে সি পার্ল বিচের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১৭ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৫৫ টাকা ১০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ১৮ শতাংশ। আর ১৪ দশমিক ২৫ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে সোনালী পেপার।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, ওইমেক্স ইলেক্ট্রোড লিমিটেড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসূচক/এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.