চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনেই পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। তৃতীয় দিন সকালেও সেটা অব্যাহত রাখে ভারত। দাপটের সঙ্গে নিয়ন্ত্রণ নিয়েই ব্যাটিং করছে তারা। শুভমান গিল এবং ঋষভ পান্ত দুজনই তৃতীয় দিন সকাল থেকে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন।
দিন শুরুর আধা ঘণ্টার মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন গিল। মেহেদী হাসান মিরাজের একই ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।
এদিকে হাফ সেঞ্চুরির পর আরও দেখেশুনে খেলেন গিল। সতর্ক হন পান্তও। তবে বাংলাদেশের বোলারদের কোনও দুজগ দেননি এই দুজন। দেখতে দেখতে হাফ সেঞ্চুরি পূরণ করেন পান্ত। ৮৮ বলে হাফ সেঞ্চুরি আদায় করেন এই বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার। এই হাফ সেঞ্চুরির মাধ্যমে টেস্টে নিজের প্রত্যাবর্তন রাঙালেন পান্ত।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.