ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হলের প্রাধ্যক্ষ শাহ মো. মাছুমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিকে সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক হলেন আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীর। কমিটির বাকি সদস্যরা হলেন অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ, ড. এম এম তৌহিদল ইসলাম, সহকারী প্রক্টর এ কে এম নূর আলম সিদ্দিকী।

অর্থসূচক/এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.