ভারতের বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ

ভারতের মাটিতে এসে ভারতকে হারানো ক্রিকেট বিশ্বে অন্যতম কঠিনতম কাজগুলোর মধ্যে একটি। ২০১২ সালের পর ঘরের মাঠে টানা ১৭টি সিরিজে অপরাজিত ভারত। এবার তাদের বিপক্ষেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীত পারফরম্যান্স অবশ্য আশা জাগানিয়া নয়। এখন পর্যন্ত ১৩ টেস্টের ১১টিতেই হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচ ড্র হলেও সেখানে বাংলাদেশের চেয়ে বেশি অবদান ছিল বেরসিক বৃষ্টির। ১১ হারের মাঝে টাইগাররা ৫ টেস্ট হেরেছে ইনিংস ব্যবধানে।

এবার অবশ্য পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় বাংলাদেশ দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। তবে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সের ঘোর থেকে বেরিয়ে ভারতের বিপক্ষে নিজেদের উজাড় করে দিতে চাইবেন।

এরই মধ্যে চেন্নাইতে সিরিজের প্রথম টেস্টের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগাররা এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে। পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ- সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.