আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত অন্যায় সুবিধা নিচ্ছে। তবে নরেন্দ্র মোদি অসাধারণ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মিশিগানে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প এসব কথা বলেন।
আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন জানিয়ে তিনি বলেন, মোদি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছেন। নরেন্দ্র মোদি অসাধারণ। তখন তার সঙ্গে বৈঠক হবে।
২১ সেপ্টেম্বর কোয়াড জোটের নেতাদের শীর্ষ বৈঠকের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই বৈঠকে নরেন্দ্র মোদির পাশাপাশি অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এছাড়া তিনি বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। নরেন্দ্র মোদি ২০১৯ সালে যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন সেই সময় ট্রাম্প টেক্সাসে তার জন্য বিশেষ ইভেন্টের আয়োজন করেছিলেন। সেখানে ৫০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন।
একইভাবে ২০২০ সালে ট্রাম্পের ভারত সফরের সময় মোদি আহমেদাবাদে নমস্তে ট্রাম্প নামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। বিশ্লেষকদের দাবি, ট্রাম্প একদিকে ব্যবসায়ীদের সন্তুষ্ট করার জন্য ভারতের বাণিজ্যিক কড়াকড়ির নিন্দা করেছেন, অন্যদিকে ভারতীয় মূলের নাগরিক ও মোদির অনুগামীদের ভোট পাওয়ার চেষ্টাও করেছেন।
অর্থসূচক/এএকে/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.