এমিরেটস এয়ারলাইন এবং দুবাইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম পর্যটন আকর্ষণ মিউজিয়াম অফ দা ফিউচার এর উদ্যোগে অক্টোবর ১৫-১৭ দুবাইয়ে অয়োজিত হচ্ছে এভিয়েশন ফিউচার উইক।
আকাশ ভ্রমণ, ভবিষ্যৎ যাত্রী চাহিদা, এয়ারফ্রেইট ও লজিস্টিক্স ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এক্সটেন্ডেড রিয়েলিটির ক্ষেত্রে সর্বশেষ উন্নতি বিষয়ে বিশদভাবে জানার এবং আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই এভিয়েশন ফিউচার উইক। এই ইভেন্টে অন্তর্ভূক্ত থাকছে বিভিন্ন বিষয়ের ওপর মুল প্রবন্ধ, প্যানেল আলোচনা এবং কর্মশালা।
মূল পোগ্রামের বাইরেও একটি আকর্ষণীয় প্রদর্শনীর আয়োজন করা হবে যাতে স্থান পাবে সর্বশেষ এভিয়েশন প্রযুক্তি। ভিজিটররা নতুন প্রোডাক্ট এবং কনসেপ্ট সম্পর্কে জানার পাশাপাশি এতদশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে নেটওয়ার্কিং সুবিধা পাবেন। এমিরেটস কাস্টোমার এক্সপিরিয়েন্স (সিএক্স) টীমসমূহ, ডানাটা, এমিরেটস স্কাইকার্গো, ফ্লাইট অপারেশন্স, এমিরেটস ও ডানাটার পরিবেশ টীম, বোয়িং এবং এমিরেটস গ্রুপ ইয়ুথ কাউন্সিলের সহায়তায় এমিরেটস এবং মিউজিয়াম অফ দা ফিউচার অনেকগুলো ইন্টারেকটিভ ওয়ার্কশপের আয়োজন করবে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.