রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে আরো ১ লাখ ৮০ হাজার সৈন্য নিয়োগ করার নির্দেশ দিয়ে ডিগ্রি জারি করছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমনের পর তৃতীয়বারের মতো সৈন্য সংগ্রহের নির্দেশ দিলেন তিনি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ক্রেমলিনের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতি পুতিন সোমবার রাশিয়ার সেনাবাহিনীর নিয়মিত আকার ১ লাখ ৮০ হাজার বাড়িয়ে ১৫ লাখ বা ১ দশমিক ৫ মিলিয়ন করার নির্দেশ দিয়েছেন।
ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ডিগ্রিতে পুতিন রাশিয়ার সশস্ত্র বাহিনীর সামগ্রিক আকার ২৩ লাখ ৮০ হাজার বা ২ দশমিক ৩৮ মিলিয়ন করার নির্দেশ দিয়েছেন। যার মধ্যে অন্তত ১৫ লাখ সার্ভিসম্যান হওয়া উচিত।
এর আগে ২০২২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ২ টি ডিগ্রি জারি করেন। আনুষ্ঠানিকভাবে কমব্যাট সৈন্য সংখ্যা প্রথমবার ১ লাখ ৩৭ হাজার এবং দ্বিতীয়বার ১ লাখ ৭০ হাজর বাড়ানো হয়েছিল।
রাশিয়ায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সৈন্য সংগ্রহের নির্দেশ জারির পর অনেক তরুণ দেশ ছেড়ে বিদেশে চলে যায়।
অর্থসূচক/এএকে/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.