ইংলিশ চ্যানেলে নৌকাডুবে নিহত ৮

ফ্রান্স থেকে ইংল্যান্ডে প্রবেশের সময় ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে অন্তত ৮ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ফরাসি সমুদ্রবিষয়ক কর্তৃপক্ষের বরাতে সংবাদ সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির সমুদ্রবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ছোট নৌকায় করে ঝুঁকিপূর্ণভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে। শুক্র থেকে শনিবার পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় অন্তত ২০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

ফরাসি পুলিশের একটি সূত্র জানিয়েছে, নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই এটি ডুবে যায়।

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে নৌকাডুবিতে আবারও প্রাণহানির ঘটনা ঘটল। এর আগে ৩ সেপ্টেম্বর ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে অভিবাসনপ্রত্যাশীদের ১২ জনের মৃত্যু হয়। তাদের অধিকাংশই আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক ছিলেন।

 

অর্থসূচক/এএকে/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.