মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। ভোর থেকে আকাশের অবস্থার উন্নতি হলে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্নালাল নন্দী।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় শনিবার বেলা ১১ টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আজ সোমবার আবহাওয়া ভালো থাকায় সকাল ৯ টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।’
এর আগে ১৪ সেপ্টেম্বর সকাল সোয়া ১১টার দিকে মাঝ পদ্মায় উত্তাল ঢেউ সৃষ্টি হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য উভয় নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। তবে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য সীমিত পরিসরে ফেরি চলাচল করেছে।
পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্নালাল নন্দী বলেন, গত শনিবার সকাল সোয়া ১১টার দিকে পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ করা হয়। আবহাওয়া অনুকূল থাকায় আজ সকাল সোয়া ৯টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ৮টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.