ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় তাইয়ান আহমেদ ফাহাদ নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাধিকা-নবীনগর সড়কের নবীনগর ব্রাহ্মণহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল নেতা তাইয়ান আহমেদ ফাহাদ বাঞ্ছারামপুর উপজেলা হুমায়ুন কবিরের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
জানা গেছে, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে ছাত্রদল নেতা ফাহাদ ও লিটন মোটরসাইকেলে বাঞ্ছারামপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। নবীনগরের ব্রাহ্মণহাতা এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আহত অবস্থায় দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাইয়ান আহমেদ ফাহাদকে মৃত ঘোষণা করে। অটোরিকশার এ যাত্রীসহ আহত আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.