পদোন্নতি ও পদোন্নতিতে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তারা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন ব্যাংকটির ১০ম গ্রেডের কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতিতে বৈষম্য চলছে বাংলাদেশ কৃষি ব্যাংকে। ব্যাংকটিতে ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি হলেও বৈষম্যের শিকার হচ্ছেন ১০ম গ্রেডের কর্মকর্তারা। অথচ কৃষি ব্যাংকের মোট জনবলের অর্ধেকের বেশি ১০ম গ্রেডের কর্মকর্তা। অন্য গ্রেডের কর্মকর্তাদের বিধান অনুযায়ী তিন বছর পরপর পদোন্নতি হলেও দশম গ্রেডের কর্মকর্তাদের পদোন্নতির জন্য সাত-আট বছর অপেক্ষা করতে হচ্ছে।
কর্মকর্তারা আরও বলেন, কৃষি ব্যাংকের মোট ১০ হাজার ২৭ জন জনবলের মধ্যে ৫ হাজারের বেশি ১০ম গ্রেডের কর্মকর্তা। তাঁরাই ব্যাংকের সেবাদানে মূল ভূমিকা রাখছেন, কিন্তু পদোন্নতিতে বঞ্চিত হচ্ছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.