দেশের এনার্জী, পাওয়ার, টেক্সটাইল এবং মিনারেল সেক্টরে অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান ইয়ুথ গ্রুপের সঙ্গে একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ইয়ুথ গ্রুপের প্রধান নির্বাহী আরিফ আইনুল সুমন সম্প্রতি ঢাকায় চুক্তিতে সই করেন।
চুক্তির অধীনে, ইয়ুথ গ্রুপের এমপ্লয়ীরা ইস্টার্ন ব্যাংকের কাছ থেকে বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন যার মধ্যে অন্তর্ভূক্ত থাকবে ডুয়েল কারেন্সী ক্রেডিট কার্ড এবং নিজস্ব আর্থিক চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যাংক ঋণ পাওয়ার সুবিধা। এমপ্লীদের আর্থিক কল্যানে অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, পে-রোল ব্যাংকিং প্রধান ত্রিশা তাকলিম; ইয়ুথ গ্রুপের সিএফও (ফাইন্যান্স ও একাউন্টস) ভূলন কুমান চৌমিক, মানবসম্পদ বিভাগ প্রধান লুৎফুন নাহার, কোম্পানি সচিব মোঃ ইয়াসিন আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.