দেশে ফিরেছেন নিজামীর ছেলে ব্যারিষ্টার নাজিবুর রহমান

দীর্ঘ ৮ বছর পরে দেশে ফিরছেন সাবেক জাতায়াত ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তিনি।

বিমান বন্দরে জামায়াতের নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, আমি আসলে মেহমান না। আমি আপনাদের সন্তান, সাঁথিয়ার সন্তান। আমি আগামীকাল সাঁথিয়ায় যাচ্ছি, সেখানে সবার সাথে দেখা হবে।

তিন আরও বলেন, মহান আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তিনি আমাদের এই ফ্যাসিবাদ থেকে দীর্ঘ দিন পরে মুক্তিদান করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

আগামী ১৪ সেপ্টেম্বর শনিবার সাঁথিয়ার মনমথপুরে বাবার কবর জিয়ারত শেষে সাঁথিয়াবাসীর উদ্দেশ্য জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.