বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের বিপরীতে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আলোচিত বছরের জন্য ইউনিটহোল্ডাররা ৩৫ শতাংশ হারে লভ্যাংশ পাবেন।
ফান্ডটি পরিচালনার দায়িত্বে আছে রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আইসিবির পরিচালনা পরিষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আইসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে আইসিবি ইউনিট ফান্ডের রেজিস্টারে যাদের নাম অন্তর্ভুক্ত ছিল, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবেন।
এদিকে আইসিবি ইউনিট ফান্ডের ইউনিট সার্টিফিকেটের পুনঃক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে, যার পরিমাণ ২৭১ টাকা। এই মূল্য আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.