২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। সেরা উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনের জন্য বেসরকারী খাতের ব্যাংকগুলি্র বার্ষিক প্রতিবেদন ২০২৩ এর উপর ভিত্তি করে কর্পোরেট রিপোর্টিংয়ে শ্রেষ্ঠ পুরস্কার ” সার্টিফিকেট অব মেরিট” অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আখলাকুর রহমান ও ব্যাংকের সিএফও সাহাবুব আলম খান পুরস্কারটি গ্রহণ করেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.