মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কবরস্থানের অজুখানা থেকে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ও মুদার কান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহর অজুখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সকালে স্থানীয় এক লোক অজুখানায় লাশটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। এলাকার কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। নিহত তরুণীর শরীরের ওপরের অংশ ছিল বস্ত্রহীন। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.