বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণ, নিহত ৪

বগুড়ার শেরপুরে মজুমদার ওয়েল মিলে তেলের ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার টেকনিশিয়ান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন- সৈয়দপুর অফিসার্স কলোনির খলিলুর রহমানের ছেলে ইমরান, একই এলাকার সোলায়মান এর ছেলে আবু সাঈদ, সালাম হোসেনের ছেলে মনির হোসেন ও একই এলাকার রুবেল মিয়া। নিহতদের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল মর্গের রয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বখতিয়ার রহমান জানান, তেলের টাইম বিস্ফোরণে ওই মিলের মধ্যে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ হয় । বগুড়ায় হাসপাতালে নেয়ার পর তারা মারা যায়।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.