দর বৃদ্ধির শীর্ষে পেপার প্রসেসিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি হয়েছে ১৫৮টির। এতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১৫ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, এপেক্স ট্যানারি লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস পিএলসি, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, লিব্রা ইনফিউশন লিমিটেড।

 

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.