নগদের প্রশাসককে হুমকির অভিযোগ, সাবেক সিইওর বিরুদ্ধে জিডি

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর এ মিশুকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রতিষ্ঠানটির নতুন প্রশাসক বদিউজ্জামান দিদার।

নিরাপত্তার কথা উল্লেখ করে গত ৫ সেপ্টেম্বর বনানী থানায় এই জিডি করেন বদিউজ্জামান দিদার।

জিডিতে তিনি অভিযোগ করেন, নগদের সাবেক সিইও তানভীর এ মিশুক তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুদে বার্তা পাঠিয়েছেন। তিনি ওই খুদে বার্তায় ‘একধরনের হুমকি বোধ’ করছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, মিশুকের সঙ্গে ফোনালাপের জেরে বদিউজ্জামান দিদার জিডি করেছে।

তবে বিষয়ে জানতে আজ দুপুরে নগদের সাবেক সিইও’র মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.