৩ দিনব্যাপী জাতীয় স্বাস্থ্য উৎসব অনুষ্ঠিত

জেভিরিয়ান হেলথ ক্লাবের উদ্যোগে কিশোর কিশোরীরদের জন্য ৩ দিনব্যাপী জাতীয় স্বাস্থ্য উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর সেন্ট ফ্রান্সিস সাভির’স স্কুল এন্ড কলেজে এই অসাধারণ উদ্যোগ গ্রহণ করা হয়।

জাতীয় স্বাস্থ্য উৎসব অনুষ্ঠানে ব্লাড ব্যাগ ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশন অংশগ্রহণ করেন।

এদিকে, লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস, লায়ন্স জেলা ৩১৫এ ১, বাংলাদেশ, লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে ১২০০ লোকের ফ্রি ডায়াবেটিক চেকআপ (ছাত্র -ছাত্রী, অভিভাবকসহ), ১২০০ লোকের ফ্রি রক্তচাপ নির্ণয়, ১৮০০ লোকের ফ্রি ব্যক্তিগত ওজন পরিমাপ, ২০০০ পিস্ ডায়াবেটিস সচেতনামূলক লিটারেচার বিতরণ,আনুমানিক ২৫০০ ছাত্র-ছাত্রীর জন্য অভিজ্ঞ গাইনী ও ডেন্টাল ডাক্তার দ্বারা স্টুডেন্ট কাউন্সিলিংসহ বেশ কিছু সার্ভিস প্রোগ্রাম করা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড: একিউএম শফিউল আলম, ডিরেক্টর (প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট-ঢাকা সেকেন্ডারী হায়ার এডুকেশন), সেন্ট ফ্রান্সিস সাভির’স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা, লায়ন ফাহাদ ফেরদৌস, ক্লাব ট্রেজারার, লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস ও আমন্ত্রিত অতিথিরা।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.