লক্ষ্মীপুরের ইস্টার্ন ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

ইস্টার্ন ব্যাংক পিএলসি লক্ষ্মীপুর জেলার মান্দারী ইউনিয়নে ব্যাংকের ৩৯ তম উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার শাখাটি উদ্বোধন করেন।

মেসবাহ উদ্দিন আহমেদ, ব্রাঞ্চ এরিয়া হেড, রিটেইল ও এসএমই ব্যাংকিং, এবং মোঃ রেজাউল করিম শরীফ, ব্রাঞ্চ এরিয়া হেড, ব্রাঞ্চ অপারেশন ও সাপোর্ট- চট্রগ্রামসহ ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশব্যাপী জনসাধারণকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইবিএল ক্রমান্বয়ে তাদের উপ-শাখা নেটওয়ার্ক বিস্তৃত করছে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.