পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিকে পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা গেছে, কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ছেড়ে ১৬৬ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারে মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। ফেসভেলু ১০ টাকার সাথে ৬৫ টাকা প্রিমিয়াম নেয়া হবে।
সরকার কর্তৃক প্রদত্ত শেয়ারমানি জমার বিপরীতে ইস্যুকৃত উক্ত সম্পূর্ণ শেয়ার বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এর অনুকূলে ইস্যু করা হবে।
এই টাকা দিয়ে কোম্পানিটি ‘আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্ট’ বাস্তবায়ন করবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.