মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি

সেন্টমার্টিন দ্বীপ থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদীতে যাত্রীবাহী বাংলাদেশি একটি ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত থেকে গুলিবর্ষণ করা হয়েছে। ট্রলারটির বিভিন্ন স্থানে গুলি লাগলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আরাকান আর্মির দখলে থাকা রাজ্যটি থেকে কারা গুলি চালিয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালের দিকে নাফ নদীতে এ ঘটনা ঘটে। পরে ট্রলারটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে নিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ট্রলারের থাকা যাত্রী নাছির উদ্দিন বলেন, “সেন্টমার্টিন থেকে অসুস্থত মা’কে নিয়ে কক্সবাজারে চিকিৎসার জন্য সার্ভিস ট্রলারে করে টেকনাফে রওনা করি। মাঝপথে শাহপরীর দ্বীপের ঘোলার চরের কাছাকাছি পৌছলে হঠাৎ করে মিয়ানমার থেকে গুলি বর্ষণ করে। এতে ট্রলারে থাকা ৫০-৬০ যাত্রী চিৎকার শুরু করে। ট্রলারের নিচে শুয়ে পড়ে। অন্তত ৫০ রাউন্ড মতো গুলি ছুঁড়ে তারা। এতে ট্রলারে একটি কাঠ ভেঙ্গে পড়ে। মাঝখানে অনেক দিন বন্ধের পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ফের গুলির ঘটনা ঘটে।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর  বলেন, “সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে যাত্রীবাহী একটি সার্ভিস ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছুঁড়ে। এতে ট্রলারে থাকা লোকজন ভেতরে নিচে ছুয়ে পরে। এ ঘটনায় ফের টেকনাফ-সেন্টমাটিন নৌরুটে চলাচলরত যাত্রীদের মধ্যেই আতঙ্ক সৃষ্টি হয়েছে।”

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি‘র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, “সীমান্তে ট্রলারে গুলি বর্ষণের বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলারে গুলি করার বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।”

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.