২৬১ শেয়ারের দরবৃদ্ধিতে দুই ঘন্টায় লেনদেন ২১৯ কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে ২৬১ কোম্পানির শেয়ারদর। লেনদেন ছাড়িয়েছে ২১৯ কোটি টাকা

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৭৬ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১১ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৬ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২১৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬১ টির, কমেছে ৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ কোম্পানির শেয়ারদর।

 

অর্থসূচক/এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.