পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। অবশ্য বিশ্রামের ফুরসৎ পাচ্ছেন না টাইগার ক্রিকেটাররা। কদিন পরেই বাংলাদেশ দল যাচ্ছে ভারত সফরে। দুই টেস্টের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। রবিবারই বাংলাদেশ সিরিজের জন্য প্রথম টেস্টের দল ঘোষণা করেছে ভারত। দলের আছে বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে ঋষভ পান্ত ও জসপ্রিত বুমরাহরা। তাদের বিপক্ষে পারফর্ম করতে মরিয়া মিরাজ।
এ প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি। যখন আমরা ওদের সঙ্গে লড়াই করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে লড়াই করতে পারি।’
এই অলরাউন্ডার বলেন, ‘দেখুন, টেস্ট ক্রিকেটে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার-সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো। ব্যাটসম্যানরাও অনেক ভালো। ওদের যে উইকেটটা থাকে…সেখানে আমরা আগে খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। আমার মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি, সেভাবে যদি থাকি, ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে।’
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.