প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরিয়া কাউন্সিলের ৬৭তম সভা সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের, কোম্পানীর উপদেষ্টা, এ টি এম হামিদুল হক চৌধুরী কোম্পানির চিফ কনসালটেন্ট রহিম উদ্-দৌলা চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম ও মোহাম্মদ নাসির উদ্দীন এবং কোম্পানি সচিব আবুল হাসনাত মুহাম্মদ শামীম।
সভায় কোম্পানির তাবাররু তহবিল ব্যবস্থাপনা কমিটি, বার্ষিক হিসাব বিবরণ, ২০২৩ পর্যালোচনা ও বার্ষিক সাধারণ সভার বিষয়ে আলোচনা ও শরিয়া নির্দেশনা প্রদান করা হয়। শরিয়া কাউন্সিলের সদস্য সচিব মির্জা ওয়ালি উল্লাহ সভার কার্যক্রম পরিচালনা করেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.