আইএফআইসি ব্যাংকের পুর্নগঠিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক পিএলসি’র পুর্নগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন মোঃ মেহমুদ হোসেন। সভায় দেশের সাম্প্রতিক গণঅভ্যুথ্যানে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে আহত ছাত্র-জনতার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

সভায় পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এবতাদুল ইসলাম, সাজ্জাদ জহির, কাজী মোঃ মাহবুব কাশেম, মোঃ গোলাম মোস্তফা, মুহাম্মদ মনজুরুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, কোম্পানি সচিব মোকাম্মেল হক, হেড অব আইসিসি এম. মজিবর রহমান ও সিএফও দিলীপ কুমার মন্ডল।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.