বাজারে এসেছে লেনোভো আইডিয়াপ্যাড প্রো ফাইভ আই ল্যাপটপ

সম্প্রতি লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে আইডিয়াপ্যাড প্রো ফাইভ আই ল্যাপটপ। এটি প্রোফেশনাল এবং গেমারদের জন্য ডিজাইন করা হাই পারফরম্যান্স ল্যাপটপ।

১৩ তম জেনারেশনের লেনোভো আইডিয়াপ্যাড প্রো ফাইভ আই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ৪.৭ গিগাহার্জ বিশিষ্ট ইন্টেল কোর আই ফাইভ ১৩৫০০- এইচ প্রসেসর,১৬ জিবি ডিডিআরফাইভ – ৫২০০ র‍্যাম এবং এনভিএমই ৫১২ জিবি এসএসডি যা নিরবিচ্ছিন্ন মাল্টিটাস্কিং, হাইস্পিড কম্পিউটিং, কনটেন্ট ক্রিয়েশন, প্রোগ্রামিং এবং কোডিংইয়ের জন্য আর্দশ। শতভাগ এসআরজিবি সহ (sRGB) ১৬ ইঞ্চি 2.5K আইপিএস এন্টি গ্লেয়ার ডিসপ্লের এই ল্যাপটপটির ব্রাইটনেস সর্বোচ্চ ৩৫০ নিটস যার রিফ্রেশ রেট 120Hz ।

ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টি ইউভি লো ব্লু লাইট ফিচার। ল্যাপটপটিতে NVIDIA GeForce RTX 3050 ৬ জিবি গ্রাফিক্স কার্ড, G – SYNC প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফলে ব্যবহারকারী গেমিং এবং ক্রিয়েটিভ টাস্ক এ হাই পারফরম্যান্স উপভোগ করবে।

এছাড়াও ল্যাপটপটিতে রয়েছে আইআর এবং প্রাইভেসি শাটার যুক্ত ১০৮০পি ফুল এইচডি ওয়েবক্যামেরা, 2W×2 ডলবি এ্যাটমস, থান্ডারবোল্ট ৪, ওয়াইফাই সিক্সই, ব্যাকলিট কী-বোর্ড সহ আরো নানা ফিচার।

নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটি MILITARY GRADE-STD-810H টেস্টেড অর্থাৎ এটি বালি,কম্পন, ধূলো,তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হবে। এর ৭৫ ওয়াট আওয়ার ব্যাটারিকে ফাস্ট চার্জ করার জন্য রয়েছে ১৭০ ওয়াট এর চার্জার। অত্যাধুনিক প্রযুক্তি, দৃঢ় কার্যক্ষমতা এবং অধিকতর টেকসই হবার কারণে এটি প্রফেশনাল এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য আর্দশ একটি ল্যাপটপ। ল্যাপটপটি আর্কটিক গ্রে কালারে পাওয়া যাচ্ছে।

২বছরের ওয়্যারেন্টিসহ এই ল্যাপটপটির দাম হচ্ছে্‌ ১ লাখ ৫৫ হাজার টাকা যা পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের অনুমোদিত সকল ডিলার হাউজে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.