ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক জোট গঠনের আহ্বান এরদোয়ানের

ইসরায়েলের ক্রমবর্ধমান সম্প্রসারণবাদের হুমকি মোকাবিলায় ইসলামিক দেশগুলোকে একটি জোট গঠন করতে বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শনিবার (৭ সেপ্টেম্বর) ইস্তাম্বুলের কাছে ইসলামিক স্কুলস অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন এরদোয়ান।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতির সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এর বিরুদ্ধে গত শুক্রবার একটি বিক্ষোভ হয়। এতে অংশ নিয়েছিলেন তুর্কি-আমেরিকান নারী আয়েশেনূর এজগি আইগি। ইসরায়েলি সেনারা মাথায় গুলি করে আয়েশেনূরকে হত্যা করেন বলে জানিয়েছেন ফিলিস্তিন ও তুরস্কের কর্মকর্তারা।

পশ্চিম তীরে ইহুদি বসতির অবৈধ সম্প্রসারণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ঐক্যই একমাত্র পদক্ষেপ, যা ইসরায়েলি দাম্ভিকতা, ইসরায়েলি দস্যুতা ও ইসলামিক দেশগুলোয় ইসরায়েলি রাষ্ট্রের সন্ত্রাসবাদ বন্ধ করতে পারে।

এরদোয়ান বলেন, প্রতিবেশী মিসর ও সিরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নয়নে তুরস্ক সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রসারণবাদের বাড়তে থাকা হুমকির বিরুদ্ধে ঐক্যের বন্ধন গড়ে তোলাই এসব পদক্ষেপের লক্ষ্য।

তুরস্কের প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের ক্রমবর্ধমান সম্প্রসারণবাদ লেবানন ও সিরিয়ার জন্য হুমকি হয়ে উঠেছে।

এরদোয়ানের এই বক্তব্যের নিন্দা জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘এরদোয়ানের এই বক্তব্য বিপজ্জনক মিথ্যা ও উসকানিমূলক। এরদোয়ান ইরানের সঙ্গে মিলে এই অঞ্চলের অপেক্ষাকৃত কম কট্টর দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করতে কাজ করছেন।’

 

অর্থসূচক/এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.