চীনের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ সাড়ে আট বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গত মাসে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার ৮০০ কোটি ডলার। বিশ্বের যেকোনো দেশের চেয়ে চীনে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রার মজুত রয়েছে।
রয়টার্সের এক সংবাদে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
সংবাদে বলা হয়েছে, আজ শনিবার চীনের সরকারি তথ্যে দেখা গেছে, গত মাসে চীনে বৈদেশিক মুদ্রার মজুত ৩ হাজার ১৮০ কোটি ডলার যোগ হয়েছে। পরপর দুই মাস দেশটির রিজার্ভ বেড়েছে। ফলে ২০১৫ সালের ডিসেম্বরের পর বৈদেশিক মুদ্রার মজুত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
তবে রয়টার্স এর আগে এক জরিপের মাধ্যমে পূর্বাভাস দিয়েছিল যে আগস্ট শেষে চীনের রিজার্ভ দাঁড়াতে পারে ৩ লাখ ২৮ হাজার ৯০০ কোটি ডলার। অর্থাৎ খুব সামান্য ব্যবধানে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
মূলত ডলার কিছুটা দুর্বল হওয়ার কারণে চীনের বৈদেশিক মুদ্রার মজুত বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
আগস্টে চীনা মুদ্রা ইউয়ানের দাম মার্কিন ডলারের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে প্রধান প্রধান একগুচ্ছ মুদ্রার বিপরীতে ডলারের দাম গত মাসে ২ দশমিক ২ শতাংশ পড়ে গেছে।
রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বৈদেশিক মুদ্রার মজুতও আগস্ট মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, আগস্ট শেষে ভারতের রিজার্ভের পরিমাণ ছিল ৬৮ হাজার ৩৯৯ কোটি ডলার। পরপর তিন সপ্তাহ ধরে দেশটির রিজার্ভ বেড়েছে।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.