বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ’র (আইসিএসবি) প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলমের নেতৃত্বে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে গভর্নর ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেয়ার জন্য অভিনন্দন জানান এবং গভর্নরকে আইসিএসবির কাউন্সিল সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন।
তিনি সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে গভর্নরকে অবগত করেন এবং তার পাশাপাশি ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনাসমূহও তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনোযোগ সহকারে প্রতিনিধিদলের কথা শোনেন এবং ইনস্টিটিউটের জন্য তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধি দলের সদস্যরা গভর্নর মহোদয়কে তাঁর মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, তাঁর সহায়তা ও নির্দেশনা ইনস্টিটিউটকে তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করবে।
উক্ত সভায় এ.কে.এম. মুশফিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ট্রেজারার, মোহাম্মদ হারুন আর রশীদ, কাউন্সিল সদস্য, আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত, কাউন্সিল সদস্য, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, কাউন্সিল সদস্য, মোঃ জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মোঃ শামিবুর রহমান, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.