বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো আমান গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আমান গ্রুপের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি আমান গ্রুপের পক্ষ থেকে কুমিল্লা জেলার বুড়িচং ও বাকশীমুল, ফেনী জেলার ফুলগাজি, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার কয়েক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সঙ্গে বুড়িচং, বাকশীমুল, ফুলগাজি, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্যাকেটে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যসহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে। দুয়েক দিনের মধ্যেই নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচী চালুর পরিকল্পনা রয়েছে আমান গ্রুপের।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.