গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৮ জন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯১ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৬৮৬ জন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪০৯ জন। এর মধ্যে ঢাকাতে ৭৮৭ জন আর ঢাকার বাইরে ৬২২ জন।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.