দুই ছেলের লাশ কাঁধে নিয়ে ১৫ কিমি হাঁটলেন বাবা-মা

অর্থের অভাবে সময় মতো সঠিক চিকিৎসা না পেয়ে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে দুই সন্তান। হাসপাতাল থেকে সন্তানের মরদেহ বাসায় নেওয়ার জন্য হন্যা হয়ে অ্যাম্বুলেন্স খুঁজছিলেন বাবা-মা। কিন্তু অ্যাম্বুলেন্স না মেলায় দুই সন্তানের মরদেহ কাঁধে নিয়ে হাসপাতাল থেকে ১৫ কিলোমিটার পথ হেঁটে বাড়িতে পৌঁছান তাঁরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে মর্মান্তিক এই ঘটনার কথা জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, মরারাষ্ট্রের আহেরি তালুকার বাসিন্দা এক দম্পতি তাদের দুই সন্তানের মরদেহ কাঁধে নিয়ে ১৫ কিলোমিটার হেঁটে বাড়িতে পৌঁছেছেন। কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হওয়ার পর অর্থের অভাবে সময় মতো যথাযথ চিকিৎসা না পেয়ে মারা যায় তাদের দুই সন্তান।

মৃত সন্তানকে কাঁধে করে বাড়িতে নিয়ে যাওয়ার মর্মান্তিক দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মৃত সন্তানকে কাঁধে নিয়ে কান্না করতে করতে বাড়ির পথে হাঁটছেন এই দম্পতি। ওই দুই সন্তানের বয়স ১০ বছরের নিচে।

জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া কর্দমাক্ত পথ ধরে নিজ সন্তানের মরদেহ কাঁধে নিয়ে বাবা-মায়ের বাড়িতে ফেরার এই ভিডিও শেয়ার করেছেন মহারাষ্ট্রের বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজয় ওয়াদত্তিওয়ার।

অর্থসূচক/এএকে/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.