ফিলিস্তিনে ইসরায়েলি বোমা হামলায় নিহত অন্তত ৬

ফিলিস্তিনের পশ্চিম তীরের তুবাসে একটি গাড়িতে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্ট এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘পশ্চিম তীরের তুবাসে একটি গাড়ি লক্ষ করে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। হামলায় অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিন জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের অবস্থাও আশঙ্কা জনক।’

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘ইসরায়েলি বিমান বাহিনীর একটি বিমান উত্তর জর্ডান উপত্যকার তুবাস এলাকায় তিনটি লক্ষ্যবস্তুতে সশস্ত্র সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়েছে।’ তারা সেনাদের জন্য হুমকিস্বরূপ ছিল বলে দাবি করেছে ইসরায়েল।’

অর্থসূচক/এএকে/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.