নেতানিয়াহুর ফাঁদ ও কূটকৌশলের বিরুদ্ধে আমরা ফিলিস্তিনিদের সতর্ক করছি। আমাদের জনগণের ওপর আগ্রাসন দীর্ঘায়িত করার জন্য নতুন করে তথাকথিত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে তিনি চুক্তিসংক্রান্ত বিভিন্ন আলাপ-আলোচনা ব্যবহার করছেন। এটা নেতানিয়াহুর ফাঁদ ও কূটকৌশলের অংশ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে এসব কথা বলেছে।
হামাস জানিয়েছে , ‘ফিলিস্তিনের গাজায় নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব এরই মধ্যে মেনে নিয়েছে হামাস। প্রস্তাব মেনে নিতে ইসরায়েলকে চাপ দিতে হবে।’
হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র নতুন করে একটি যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছিল। এর আগেই হামাস সতর্ক করে বলেন নেতানিয়াহুর ফাঁদ ও কূটকৌশলে পা দেবে না তাঁরা।
হামাস ২০২৪ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি করে । ওই হামলায় নিহত হন অন্তত ১ হাজার ১৩৯ জন। সেদিন থেকেই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে গত ৩১ মে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির ওই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। হামাস বলেছে, তারা গত ২ জুলাই যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি মেনে নিয়েছে।
অর্থসূচক/এএকে/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.