খালেদা জিয়ার বাসায় ব্রিটিশ হাইকমিশনার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার গুলশানের বাসায় গেছেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি ফিরোজায় প্রবেশ করেন। এদিন রাত ৯টায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাসায় উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ড চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফএম সিদ্দিকী ও তাবিথ আউয়াল।

বিএনপির একটি সূত্র জানায়, মূলত বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা ও তার চিকিৎসা সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে বাসায় এসেছেন কুক।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.