বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবে বন্ধের ৪৭ দিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল স্থলবন্দর কতৃপক্ষ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে।
আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত ১৯ জুলাই থেকে বন্ধ ছিল দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ও রেলপথ বাণিজ্য।
পরে একাধিকবার দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে বুধবার (৪ সেপ্টেম্বর) পুনরায় শুরু হয় রেলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য।
বন্দর কতৃপক্ষ জানিছে, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বেশকিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে ১৯ জুলাই থেকে দুই দেশের মধ্যে রেলে পণ্য পরিবহণ ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ রাখা হয়। এ সময় বন্ধ করা হয়েছিল বাংলাদেশিদের ভিসা দেওয়াও। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থায় স্বাভাবিক হয় দেশ।
কতৃপক্ষ আরও জানায়, গত ১২ আগস্ট দেশের রেল কর্তৃপক্ষ বাণিজ্য ও যাত্রী চালুর দাবিতে ভারত সরকারের রেল কর্তৃপক্ষকে চিঠি দেয়। কিন্তু নানান অজুহাতে সাড়া না দেওয়ায় দেশে বাণিজ্যিক ক্ষতির পাশাপাশি বাংলাদেশ নির্ভর ভারতের প্রতিষ্ঠানগুলোও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে। এক পর্যায়ে ভারত সরকার ৪৭ দিন পর বুধবার রেলপথে পণ্য পরিবহনসেবা চালু করেছে।
অর্থসূচক/এএকে/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.