এমটিবি ও স্টারপাথ হোল্ডিংসের পে-রোল ব্যাংকিং সেবা চুক্তি সই

সম্প্রতি কর্মীদের পে-রোল ব্যাংকিং সেবা প্রদানের জন্য স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এমটিবি’র প্রধান কার্যালয়ে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা বিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তি বিনিময় করেন এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ শাফকাত হোসেন এবং স্টারপাথ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি’র পক্ষ থেকে প্রিন্সিপাল শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান, এমটিবি সেন্টার কর্পোরেট শাখার শাখা ব্যবস্থাপক সাজিয়া হোসেন, রিটেইল সেগমেন্টস্ এন্ড স্ট্র্যাটেজির প্রধান ও পে-রোল ব্যাংকিংয়ের প্রধান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.